ঘড়ির কাঁটায় ঠিক রাত বারোটা বাজার সাথে সাথেই ছাদ যেন দিনের আলোর মতো ঝলমল করে উঠল। সিজদার চোখ তখনও বন্ধ। হঠাৎ কেউ একজন তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, “শুভ জন্মদিন, আমার মনের রাজ্যের রাণী।” কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই সিজদার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। তড়িৎ গতিতে চোখ খুলল সিজদা। আশেপাশে নজর ঘুরাতেই নিস্তব্ধ, বাকরুদ্ধ হয়ে গেল সে। ছাদের এক পাশে বেলুন দিয়ে তৈরি করা হয়েছে স্কোয়ার আকৃতির গেট। তাতে ঝুলছে এলইডি ও স্ট্রিং লাইট, যা পুরো পরিবেশে এক উষ্ণ আবেশ তৈরি করেছে। মাঝখানে ঝুলছে জন্মদিনের ব্যানার, যেখানে বিভিন্ন বর্ণমালার সংমিশ্রণে লেখা, “হ্যাপি বার্থডে সৌন্দর্যময়ী।”
Just wow kono kohta hobena 🥰🥰
Read all reviews on the Boitoi app
টাকা দিয়ে কিনলাম কিন্তু পড়তে পারছিনা, আপনারা কি মজা নিতেছেন
বেশ ভালো লেগেছে! তবে কিছু চরিত্র খুব তাড়াহুড়া করে শেষ করা হয়েছে! যেগুলো আর একটু উপস্থিতি কাম্য ছিল,আর একটু উপস্থিতি থাকলে বেশ ভালো হতো!
এক কথায় অসাধারণ হয়েছে গল্পটা প্রথম অধ্যায়ের থেকে দ্বিতীয় অধ্যায় টা বেশি ভালো লেগেছে সত্যি আপনার লেখার প্রশংসা করতে হচ্ছে এভাবেই এগিয়ে যান অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য 🥰❤️
এককথায় অসাধারণ হয়েছে গল্পটা ☺️ আপনার লিখা সবসময়ই অনেক সুন্দর হয় 🖤 এভাবেই লিখে এগিয়ে যান দোয়া রইল 🖤🦋
আপু প্রথম পর্ব পড়ে যতটা না ভালো লেগেছিল, তার থেকে দ্বিতীয় পর্ব পরে আরো বেশি ভালো লাগছে বিশেষ করে সারজিস,সিজদার মিল
Every character should be cleared
অনেক সুন্দর গল্প। খুবই ভালো লেগেছে।
জীবনে সবথেকে বেশি ভালোলাগা গল্পের মধ্যে একটা🖤 অধ্যায় ৩ চাই আপু😐
খুব ভালো লাগল❤️❤️